আজ বিকাল ৪টায় বদরখালী ঈদগাহ ময়দানে জানাজা
আবদুল মজিদ,চকরিয়া:
দেশবরণ্য বর্ষিয়ান আলেমেদ্বীন পীরে কামেল শাহসুপী আলহাজ¦ শাহ মাওলানা হাবিবুর রহমান গতকাল ১৫ সেপ্টেম্বর’১৭ইং রাত সাড়ে ৯ ঘটিকায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০০ বছর। আজ বিকাল ৪টায় বদরখালী ঈদগাহ ময়দান (হাইস্কুল মাঠে) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও মুরিদান রেখেযান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।
পীরে কামেল মাওলানা হাবিবুর রহমান দরবারে আলিয়ায়ে গারাঙ্গীয়ার বড় হুজুর কেবলা (রা:) এর খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন। তিনি দীর্ঘ ২০ বছর ধরে কক্সবাজার জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং চকরিয়ার বদরখালী এমএস ফাজিল মাদরাসায়ও দীর্ঘ ২০ বছর পযর্ন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে চাকুরী থেকে অবসরে যাওয়ার পর ওই মাদরাসায় সম্মানীয় পদবী হিসেবে রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা হাবিবুর রহমান বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ও বদরখালী ঈদগাহ ময়দানের ঈদ জামাতের খতিব ছিলেন।
মরহুম পীরে কামেল মাওলানা হাবিবুর রহমানের বড় জামাতা মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ এবং চকরিয়া থানা জামে মসজিদের খতিব এবং ২য় জামাতা মাওলানা কফিল উদ্দিন ফারুক পেকুয়া রাজাখালী ফাজিল মাদারাসার অধ্যক্ষ ও চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন। এদিকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।