জহির খন্দকার, ঈদগড়:

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রামু উপজেলার ঈদগড় রাখাইন পাড়ায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।রামু থানার অফিসার ইনচার্জ মো:লিয়াকত অালীর নির্দেশে ঈদগড় চৌধুরী(রাখাইন)পাড়া ও বৈদ্য (রাখাইন)পাড়ায় গত ১৪ সেেপ্টম্বর সকাল থেকে অস্তায়ী ভাবে পুলিশ পাহাড়া বসানো হয়েছে।
মায়ানমার অারাকান রাজ্যে মুসলিম জাতিগোস্টির উপর সে দেশের অাইনশৃংখলা বাহিনী কর্তৃক হত্যাযঙ্গ চালানো হচ্ছে।এই ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের জড় উঠেছে। সে সুযোগে কোন গোস্টি যাতে ঈদগড়ে অবস্তানরত রাখাইন জনগোষ্ঠীর উপর হামলা চালাতে না পারে সে জন্য পলিশ প্রসাশন পাহাড়া জোরদার করে।বৈদ্যুপাড়ার অধিবাসী ডা:মংথুয়াইলা জানান এলাকায় অবস্তানরত পুরাতন অারাকন মোজাহিদ সদস্যরা অামাদের উপর হামলা চালাতে পারে এই রকম একটি ভয় অামাদের মাঝে ছিল।অামাদের পাড়ায় পুলিশ পাহাড়া জোরদার করাই এখন অামরা নিরাপত্তাবোধ করছি।

রামু থানার এ এস অাই মোরশেদ অালম জানান অফিসার ইনচার্জের নির্দেশে ১৫ সেপ্টম্বর থেকে ঈদগড়ে অবস্তিত দুইটি রাখাইন পাড়ায় অস্তায়ীভাবে পুলিশ পাহাড়া বসানো হয়েছে।