আবু নাঈম মোহাম্মাদ রাহাদ:
উৎসর্গ,মুসলিম রোহিঙ্গাদেরকে
বিষানো তনু হাঁটুনি বিষ্টম্ভ,
নির্ভীক যাত্রাতো নয়,কিভা চলি দুর্গম পথে!
নির্লিপ্ত জায়গায় লাগে আরো শঙ্কা।
নির্বেদ হয়ে ছুটছি জীবন রেখে বাজি,
নির্বাণ পাবো না আর?হয়ে গেছি লঙ্কা!
ক্রন্দন কেউ কি দেখে স্বার্থ ছাড়া?
বিষণ্ন মানবতা আজ অতিশয় ক্ষুণ্ন!
এই শোক ও ক্ষোভ বিষদিদ্ধ শল্যের ন্যায়,
বিষানো শরীর!তবুও নির্ঘুম যাত্রা,
মনুষ্যত্ব নেই মানব বুকে,দেখ কতো অন্যায়!
দুর্গম পথে দেখ কতো যে মায়ের আহাজারি,
সন্তান পেঠে নিয়ে কতো অন্তঃসত্ত্বার চোখে বারি!
তাদের একটুও হাত কাঁপছে না?ছুড়ছে যারা বাণ,
না না না!হাত কাপছে না,গায়ছে আরো জয় জয়ন্তির গান!
ঐ পাষাণদের কোথা হবে বিচার হে রাববারি?
রব আনাদের হবে কি,কোথা হবে আমাদের ঠাঁই?
কেন বা তুমি আমাদের সৃজিলা এ ধরায়?
নিষ্পাপ শিশুরা কি দোষ করেছ বল?
তাদেরও কেন এতো নির্যাতন পোহাতে হচ্ছ?
সত্যি সহ্য হচ্ছে না আর,নিয়ে যাও তোমা কোলে!
তুমি কি দেখতে পাচ্ছ না কতো যে কষ্টে আছি?
আবু নাঈম মোহাম্মাদ রাহাদ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।