বার্তা পরিবেশক :
বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ১২টি স্থান নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
এই ১২টি স্থানের বাইরে ব্যক্তি পর্যায়েও ত্রাণ দেওয়া যাবে না বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন।
তিনি বলেন, ‘এই স্পট নির্ধারণের কারণে একদিনের মধ্যেই ত্রাণ বিতরণে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে।’ তিনি অরও বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে থাকবে। সেখানে গিয়ে ত্রাণ দেওয়া হবে। কে কখন কোথায় ত্রাণ দিচ্ছেন, তা নজরদারিতে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
যে সব স্থানে ত্রাণ দেওয়া হবে
উখিয়া ও টেকনাফের মোট ১২টি জায়গায় ত্রাণ বিতরণ করা যাবে। এর মধ্যে কুতুপালং অস্থায়ী ক্যাম্প ১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প ১ ও ২, ময়নাগুনা, হাকিমপাড়া, থাইনখালীতে একটি করে স্পটে ত্রাণ বিতরণ করা হবে।
টেকনাফে মোট ৫টি ত্রাণ স্পট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—টেকনাফ পৌরসভা ও সদর মিলিয়ে একটি, বাহারছড়া, শাহপরীর দ্বীপ, নয়াপড়া, হোয়াইক্যং এলাকায় একটি করে স্থান।