সিবিএন:
দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার সকালে সদর মডেল থানা প্রাঙ্গনে সভায় রনজিত কুমার বড়ুয়া বলেন, শারদীয় দুর্গোৎসব হচ্ছে বাঙালী জাতির প্রাণের উৎসব। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে উদযাপনের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তা প্রদান করা হবে।
পাশাপাশি তিনি স্ব স্ব পূজা মন্ডপে পুজা কমিটির নেতৃবৃন্দদের সজাগ থাকার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন-সদর মডেল থানার ওসি (তদন্ত) কামরুল আজম, ওসি (অপারেশন) মাঈন উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, শহর কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুর রহমান, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, সাধারণ সম্পাদক স্বপন গুহ, সদর উপজেলা পুজা কমিটির সভাপতি দীপক দাশ প্রমুখ।