সিবিএন:

কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন ফয়সাল টাওয়ারস্থ দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআন মশক (প্রশিক্ষণ) দিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী নাজমুল হাসান।

কক্সবাজারে এই প্রথম বারের মতো কোন হেফজ প্রতিষ্ঠানে তিনি প্রায় এক ঘন্টা মশক (পাঠদান) করান।

শুক্রবার সন্ধ্যায় কুরআন প্রশিক্ষণ সভায় দুই শিক্ষার্থীকে হিফজ সবক দান করেন আন্তর্জাতিক পুরস্কৃত এই হাফেজে কুরআন।

এসময় মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্বারী নাজমুল হাসান বিশ্বজয়ী আরেক হাফেজে কুরআন নাজমুস সাকিবসহ আন্তর্জাতিকমানের ৩৫ জন হাফেজে কুরআনের ওস্তাদ।

বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বের অহংকার ক্বারী নাজমুল হাসানকে ধন্য হয়েছে পবিত্র কুরআনের ফুলকলিরা। তার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।