হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
অসহায় রোহিঙ্গাদের মানবতার সেবায় জমিয়াতুল মোদার্রেসীন নগদ অর্থ বিতরন টয়লেট টিউবয়েল নির্মানে অর্থ বরাদ্দ এবং ফ্রি চিকিৎসা টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে৷

টেকনাফের রঙ্গীখালী খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সুপার হাফেজ মাওঃ ফখরুল ইসলাম ফারুকী জানান অসহায় রোহিঙ্গা মানবতার সেবায় জমিয়াতুল মোদার্রেসীনের উদ্যোগে উখিয়ার বালুখালী বাঘঘোনা পাড়ায় রোহিঙ্গা শরনার্থীদেরকে প্রতি ঘরে ঘরে গিয়ে ৩০০ পরিবার, ৩৫ জন হাফেজ, আলেম ও শিক্ষিত ব্যক্তিকে তালিকা করে ১ হাজার করে নগদ অর্থ বিতরন করা হয়৷ ১০০ টয়লেট ও ১০০ টিউবওয়েলের জন্য অর্থ বরাদ্দ করা হয়৷ এছাড়া ফ্রি চিকিৎসা টিম শনিবার হতে থাইনখালী ও গুনধুমে চিকিৎসা সেবা ও ঔষুধপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে৷ সকল জেলা জমিয়াত সভাপতিদের সহায়তায় এ কাজ অব্যহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়৷

তিনি আরও জানান রোহিঙ্গা অসহায় শরনার্থী জনগোষ্ঠির সাহায্যার্থে ত্রাণ তহবিল গঠন ও বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ কাজ চলছে৷ আগের দূর্যোগের সময়ের মত অসহায় মানবতার পাশে জমিয়াতুল মোদার্রেসীনের এ কাজ বিদ্যমান থাকবে৷

ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান কর্মবাস্তবায়ন কর্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জমিয়াতুল মোদার্রেসীন সভাপতিঃ অধ্যক্ষ আবুল বয়ান হাসেমী, কক্সবাজার জেলা জমিয়ত সভাপতি অধ্যক্ষ কামাল হোসাইন, অধ্যক্ষ ফরিদুল আলম নুরী, ফরিদুল আলম, শাহাদাত হোছাইন, সুপার ফখরুল ইসলাম ফারুকী, লিয়াকত আলী ও অন্যান্য সদস্যবৃন্দ, কক্সবাজার জেলাধীন মাদরাসা সমূহের অধ্যক্ষ, সুপার ও শিক্ষকবৃন্দ।