ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
দেশের দ্বিতীয় সব্বোর্চ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে মাস্টার্সের ফলাফলে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মুহাম্মদ মুকাররম কুতুবী।
তিনি মাস্টার্সের ২০১৫-২০১৬ সেশনের ২১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এ ফলাফল অর্জন করেন।
মুকাররম কুতুবী পশ্চিম ধুরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মৌলভী বশির আহমদ’র কনিষ্ট পুত্র।
তিনি পটিয়া হুলাইন এয়াছিন আউলিয়া মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল (জিপিএ ৫) একই মাদ্রাসা থেকে ২০১১ সালে আলিম (জিপিএ ৪.৮৪) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১১-১২ সেশনে অনার্স ও সর্বশেষ ২০১৫-১৬ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের ফলাফলে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রাম আইন কলেজের ১ম বর্ষের ছাত্র। তার এ অসাধারণ ফলাফলে মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শোকরিয়া জ্ঞাপন করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।