জালাল আহমদ, ঢাকা থেকে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের (মানবিক বিভাগে) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিটের (মানবিক বিভাগের) পরীক্ষায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
শুক্রবার সকাল ১০- ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশে পাশের কয়েকটি কেন্দ্রে খ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা চলাচল বন্ধ থাকলেও এ বছর অভ্যন্তরে রিকশা চলাচলের সুযোগ দেয়া হয়। ফলে পরীক্ষার্থীদের তেমন কষ্ট হয় নি।
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪ র্থ বর্ষের ছাত্র শাহজাহান আলী ঢাকা কলেজ হতে সদ্য পাশকৃত ছাত্র তানসেন মিয়ার জন্য প্রক্সি দিতে গিয়ে আটক হয়।তাদেরকে শাহবাগ থানায় সোপার্দ করা হয়।গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আরো তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করেনি।
অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিকাল ৩-৪ টায় ৮টি কেন্দ্রে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রে প্রবেশ করতে অনেক পরীক্ষার্থীর চরম অসুবিধা হয়।
পরীক্ষার্থীদের দূর্ভোগে অনেক অভিভাবককে কান্না কাটাকাটি করতে দেখা যায়।