নুরুল কবির নাইক্ষ্যংছড়ি থেকে :
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী একটি মতলবী মহল প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে। বিশ্ব জনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে । আর বিএনপি শুধু ঢাকায় বসে প্রেস ব্রিফিং রাজনীতি করছে। রাজনীতি নয়, দল মতের উর্দ্ধে থেকে কাজ করুন। সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রশাসন ও সুধীসমাজের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্টান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বান্দরবান জেলা প্রশাসন দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপি, ৩১ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল আনোরুল আযীম, বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ,সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সফিউল্লাহসহ স্থানীয় প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের আরো বলেন.মিয়ানমার আর্মির নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা আমাদের মেহমান। তবে তারা শরনার্থী একথাও সবাইকে মনে রাখতে হবে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া কুতুপালং,বালুখালী ও ঠ্যাংগাখালী এলাকায় নিরাপদে রাখতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতি মধ্যে বাংলাদেশ সরকার কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এটার একটা সামাধান না হওয়া পর্যন্ত তারা এই নির্ধারিত জায়গায় নিরাপদে থাকবে। তাদের খাওয়ানো,পরানো ও চিকিৎসা সেবা সহ সব কিছুর সরকার দায়িত্ব নিয়েছে। এসব আশ্রিত রোহিঙ্গারা যাতে কোন অবস্থাতেই অমানবিক আচরনের শিকার না হয় সে বিষয়য়ে সকলকে সজাগ থাকতে হবে। আজ সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার তুমরু বিভিন্ন জায়গায় আশ্রয় থাকা রোহিঙ্গাদের শরনার্থী মাঝে ত্রাণ বিতরন করবেন ওবায়দুল কাদের এমপি । এসময় পাবত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।