শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে মুদির দোকান ও আনসার ব্যারাকে চুরির ঘটনা ঘটেছে। জড়িত থাকার অভিযোগে এক শিশুকে পুলিশের জিম্মায় রেখেছে। ২৪ সেপ্টেম্বর ভোরে এ ঘটনাটি ঘটে বাজারের মাছ বাজার সড়ক ও তদন্ত কেন্দ্রের সম্মুখস্থ অস্থায়ী আনসার ব্যারাকে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ঐদিন ভোরে ভারুয়াখালীর হেলাল মিয়ার পুত্র সিফাত (১০) নামের এক শিশু ব্যারাকে প্রবেশ করে আনসার সদস্য নাজিম উদ্দীনের মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালানোর সময় টের পায়। ধাওয়া করলে শিশুটি পাশর্^বর্তী মনছুর আলম নামের এক ব্যক্তির বাড়ীতে ঢুকে পড়ে। পরে ঐ আনসার সদস্য অন্যান্যদের ডেকে নিয়ে বাড়ী তল্লাশী করে টয়লেট থেকে হাতেনাতে ধরে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে সে মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় জড়িত এবং মালামালগুলো ফেরত দেয়। একই কায়দায় মাছ বাজারস্থ মিজানুর রহমানের মুদির দোকান থেকে নগদ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করলে টাকা চুরির ঘটনায় জড়িত বলে জানিয়ে টাকাগুলো ফেরত দেয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, চুরির ঘটনায় জড়িত ছেলেটি অল্প বয়সী বিধায় অভিভাবকের জিম্মায় দিয়ে দেওয়া হবে। এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ঐ বাড়ীতে পালক পুত্র হিসাবে বসবাস করে এসে চুরিসহ হরেক রকম অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল।