কায়সার হামিদ মানিক,উখিয়া:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমরা তাদের পাশে আছি। মানবিকতার কারণেই আজ বাংলাদেশে তাদের পাশে। মিয়ানমারকে আনান কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।
গতকাল রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ বিতরনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে ৪ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের আশ্রয় দিয়ে মানবিকতা পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগ জোরালো ভূমিকা পালন করছেন তিনি।
এসময় ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদ সহ ডজন খানিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি রোহিঙ্গা শরনার্থীদের খোঁজ খবর নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।