কালেরকন্ঠ :
কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাপান থেকে দেশে ফেরেন।
জানা গেছে, অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি। সেখানে এক সপ্তাহ অবস্থান করেন। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে তিনি ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে জাপান যান। দেশটির রাজধানী টোকিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে এসকে সিনহাকে আমন্ত্রণ জানিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে তার দায়িত্ব পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।