জালাল আহমদ, ঢাবি থেকে: জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে ৫ দফা প্রস্তাব দিয়ে বিশ্বশান্তির মডেল উপস্থাপন করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দুপুর ১২ টায় মধুর কেন্টিন থেকে শুরু হয়ে বিশাল মিছিলটি কলাভবন অতিক্রম করে টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়।ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন। তিনি বলেন,শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে যুগোপযোগী ৫ দফা প্রস্তাব দিয়ে সমগ্র বিশ্বের জনগণের মনে স্থান নিয়েছেন।তাই তিনি বিশ্বশান্তির নেত্রী, মাদার অব হিউম্যানিটি। তিনি শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার আহবান জানান।এতে ছাত্রলীগের কেন্দ্রীয়,ঢাবি শাখা ও ঢাবির হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।