সংবাদ বিজ্ঞপ্তি
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু ও সুশৃংখল করতে সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, শুরু থেকে রোহিঙ্গাদের বিষয়ে বিএনপির ইতিবাচক বক্তব্য দিয়ে আসছে। বিএনপি মানবিক সাহায্য অব্যাহত রেখেছে। এ পর্যন্ত কয়েক দফা ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রম আরো জোরালো ও ফলপ্রসু করতে হবে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের কক্সবাজার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোঃ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন মনির প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার সময় বিমানের একটি ফ্লাইটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির কক্সবাজার বিমান বন্দরে আবতরণ করবেন। এতে দলের সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।