সিবিএন:
কক্সবাজারে রেফারী রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, খেলার মাঠে অনেক প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। প্রতিনিয়ত ফুটবলের খেলা পরিচালনায় নুতন নিয়ম সংযোজন হচ্ছে।
বলা হয়, রেফারীর আধুনিকায়ন হচ্ছে। তাই সব কিছুকে সঠিক ভাবে আয়ত্ব করেই মাঠে নামতে হবে। সব চেয়ে বড় কথা ফুটবলের নান্দনিকতার প্রথম শর্ত মাঠের রেফারী।
জেলা ক্রীড়া সংস্থা ও কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আসন্ন জেলা ফুটবল লীগকে সফল করার লক্ষ্যে সোমবার থেকে শুরু হওয়া ফুটবল রেফারী রিফ্রেসার্স কোর্সর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কোর্সের উদ্বোধন করেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হাজী ইব্রাহিম নেচার।
প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
বিশেষ অতিথি ছিলেন বাফুফে রেফারীজ কমিঠির সদস্য আবদুল হান্নান মিরন, সাবেক যুগ্ম-সম্পাদক হাজী ওসমান গনি। সভাপতিত্ব করেন আবুদল মজিদ।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা রেফারীজ কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী।
এতে জেলার সকল রেফারী বৃন্ধ উপস্থিত ছিলেন। কোর্স ২৮ সেম্পেম্বর পর্যন্ত চলবে।