বিশেষ সংবাদদাতা:
গোদামে চাল মজুদ রেখে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে শহরে ৮ মজুদকারীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে পৌরসভার বড়বাজার চাউল বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর আলোকে ২১ হাজার টাকা নগদ অর্থদন্ড দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মার্কেটিং অফিসার মোঃ শাহজাহান আলি, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সুলতান মাহমুদ মিলন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ইন্সপেক্টর ও সদর থানা পুলিশ সদস্যরা অভিযানকালে উপস্থিত ছিলেন।
অভিযানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, বিনা কারণে দাম বাড়ানোর দায়ে শহরের চাউল বাজারে ৮ টি চালের গুদামে অভিযান পরিচালিত হয়েছে।
অতিরিক্ত মূল্যে চাল বিক্রি ও গুদামজাত করার অভিযোগে এসব মজুদকারীকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।