বার্তা পরিবেশক :
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে ২৬ সেপ্টেম্বর উখিয়ার শেষ প্রান্ত গয়ালমারা ও বালুখালী সহ বিভিন্ন ক্যাম্পে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এই সময় শহীদউদ্দিন চৌধুরী এনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের পক্ষ থেকে প্রথম থেকেই আমাদের ত্রান কাজ চলছে। কোন রাজনৈতিক কারনে নয়, সম্পূর্ণ মানবিক কারনেই এই বিপর্যয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি- এবং আমাদের এই ত্রান কাজ অব্যাহত থাকবে। আগামীকাল বিএনপি মহাসচিবের নেতৃত্বে ত্রান কাজ অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান শিমুল, নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, ওমর ফারুক সাফিন, শেখ মোঃ শামীম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম. মোক্তার আহামেদ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।