শাহ ওমর :

সম্প্রতি মায়ানমার থেকে নির্যাতিত নিপীড়িত, বাংলাদেশে পালিয়ে আসা ৪লাখ রোহিঙ্গা কে আশ্রয় দিয়ে, তাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘Mother of Humanity’  খেতাবে ভূষিত হয়েছেন বিশ্ব মিডিয়ায়।

আজ ২৮সেপ্টেম্বর ২০১৭ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে’র মাননীয় প্রধানমন্ত্রী’র ৭১তম জন্মদিন উপলক্ষে, কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ‘ইশতিয়াক আহমেদ জয়’ তাঁর ফেসবুক স্ট্যাটাসে শেখ হাসিনা’কে বাংলাদেশের মেরুদণ্ড বলে আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

ছাত্রনেতা, ইশতিয়াক আহমেদ জয় প্রধানমন্ত্রী’র কক্সবাজার সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে নেত্রীর নির্দেশে রোহিঙ্গাদের সাহায্যার্থে মনিটরিং সেল সহ নানান কর্মসূচি নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গত ২৬সেপ্টেম্বর২০১৭ইং দুপুরের দিকে তিনি হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, কর্তব্যরত চিকিৎসক অক্লান্ত পরিশ্রমে হৃদযন্ত্রের শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখতে পেয়ে ইশতিয়াক কে হসপিটালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিঁনি বর্তমানে আগের চাইতে সুস্থ রয়েছেন।

তাঁর দেশপ্রেমে মুগ্ধ কক্সবাজার বাসী। কক্সবাজার এর সর্বস্থরের নেতা, এমপি সহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ তাঁকে উৎসাহ দিয়ে পাশে দাড়িয়েছেন।

ইশতিয়াকের ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাস টি হুবহু নিচে তুলে ধরা হলো;
“শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে সফলতার
শীর্ষ পর্যায়ে অবস্থান করলেও তাকে আপামর জনসাধারণ চিনে ‘শেখের বেটি’ নামে।

আর মানবিকতাকে পরম মমতায় লালন করছেন বলে বিশ্ববাসী তাকে চিনেছে ‘মাদার অব হিউম্যানিটি’ নামে।

অথচ আমার মতো এতিমের চোখে তিনি “মা”। তিনি সুবিশাল এক ‘বটবৃক্ষ’ এবং দিনশেষে তিনিই আমাদের ‘আশ্রয়স্থল’।
মৃত্যুর সাথে আপোষ না করে মাথাউঁচু করে বেঁচে থাকার উৎকৃষ্ট উদাহরণ হয়ে তিনি অনুপ্রেরণার সমুদ্র হয়ে আছেন আমাদের জীবনে।

শুভ জন্মদিন “বাংলাদেশের মেরুদণ্ড”….