বান্দরবান প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বান্দরবানের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের পৌর এলাকার কালাঘাটার সার্বজনীন দুর্গা মন্দির,বালাঘাটা দুর্গা মন্দির, হাফেজঘোনা মন্দির ও বান্দরবান কেন্দ্রীয় দুর্গা পুজা উৎসব উদযাপন পরিষদ রাজার মাঠের পুজা মন্ডপ পরিদর্শন করেন পাবত্য প্রতিমন্ত্রী । এসময় পুজা মন্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যা সাপ্রু,সদস্য মোজাম্মেল হক বাহাদুর ফাতেমা পারুল,বান্দরবান জেলা কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ সভাপতি অমল কান্তি দাশসহ সনাতনী সমাজের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনের সময় পাবত্য প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যার যার আনন্দ-উৎসব, সে সে ভোগ করবেন এবং অন্যকেও সে আনন্দের ভাগ দিবেন। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, উৎসব পালন করতে গিয়ে যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে। এবারে বান্দরবানে জেলায় মোট ২৭টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং শনিবার সকালে দশমী পালন ও প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম উৎসব শারদীয় দুর্গোৎবের সম্পুন হবে।