গত২৮সেপ্টম্বর দৈনিক কক্সবাজার বানী পত্রিকায় টেকনাফের সাবরাং এ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন,উদ্দ্যেশ প্রণোদিত,রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে এমন একটি জঘণ্য মিথ্যা সংবাদ ছাপিয়েছে আমি ওই সংবাদের তীব্রপ্রতিবাদ করছি।

সংবাদে আমাকে বিজিবি সোর্স, একই সাথে স্থানীয় ইউপি মেম্বর শামসুল আলমের নেতৃত্বে আমার বাড়িতে হামলা, অপর দিকে থানায় তাদের নামে আমি অভিযোগ দায়ের করেছি বলে উল্লেখ্য করা হয়েছে এই ধরণের কোন ঘটনা ঘটেনি, সবগুলো মিথ্যা। এমনকি এই বিষয়ে আমি কোন সংবাদিকের সাথে কথা বলেনি। সংবাদটি কতটা কল্পনিক হলে বর্তমান চেয়ারম্যান বলা হয়েছে হামিদুর রহমানকে সেখানেও চরম ভুল। এটি দায়িত্বজ্ঞানহীন সংবাদ ও একটি গভীর ষড়যন্ত্র। স্থানীয় ইউপি মেম্বর শামসুল আলম একজন তরুণ সমাজসেবক ও সৎ যোগ্য প্যানেল চেয়ারম্যানও বটে। তার উন্নতিকে সহয্য করতে না পেরে তাকে নিয়ে আজে বাজে সংবাদ ছাপিয়েছে। এলাকার জনপ্রিয় একজন জনপ্রনিধিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাই একটি কুচক্রিমহল। আসলে এটি কোন সংবাদিকতার নীতিমালায় পড়ে না। কি করে এমন মিথ্যা সংবাদ ছাপা হয় আমার মাথায় আসে না। ওই পত্রিকায় সম্পাদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিঃস্বর্ত ক্ষমা চেয়ে সংবাদটি প্রত্যহার না করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। এই সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ ইসুফ
পিতা- মৃত ফকির আহম্মদ
লেজিরপাড়া,সাবরাং,টেকনাফ,কক্সবাজার