প্রত্যাশা

প্রকাশ: ৪ অক্টোবর, ২০১৭ ০৪:১৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু :

বছর ঘুরে দীর্ঘ তিন মাস বর্ষাবাসের পর আবার এলো “প্রবারণা পূর্ণিমা”। সকল সম্প্রদায়ের সবাইকে জানাই “শুভ প্রবারণা পূর্ণিমা”র শুভেচ্ছা ও অভিবাদন। “অহিংসা পরম ধর্ম – জীব হত্যা মহাপাপ” মহামতি বুদ্ধের এ চিরন্তন বাণী প্রবারণা পূর্ণিমায় আমরা দিকে দিকে ছড়িয়ে দেবো। সম্প্রতি মায়ানমারের আরাকান রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া অমানবিক সহিংসতাকে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় গভীরভাবে ধিক্কার ও নিন্দা জানায়। পাশাপাশি আর্ন্তজাতিকভাবে এর সুষ্ঠ ও শান্তিপূর্ণ সমাধান কামনা করে। আমার বিশ্বাস “ধর্ম যার যার- রাষ্ট্র ও উৎসব সবার’’। এদেশ আমার, আপনার, সকলের। বাংলার হিন্দু-বাংলার মুসলমান- বাংলার বৌদ্ধ-বাংলার খ্রীষ্টান-আমরা সবাই বাঙ্গালী। বাংলাদেশে সকল ধর্মের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একত্রে বসবাস। এ সম্প্রীতি যেন প্রিয় মাতৃভূমির ঐতিহাসিক ভিত্তি। যাহা সকল সম্প্রদায়ের মানুষ সযতেœ লালন করে। জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরে সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে অভিন্ন চেতনায় দেশ মাতৃকার উন্নয়নের কাজে সম্পৃক্ত হলে জাতীয় উন্নয়ন আরো তরান্বিত হবে বলে দৃঢ় বিশ্বাস। সকল অমানিশার ঘোর অন্ধকারকে তাড়িয়ে “প্রবারণা পূর্ণিমার” জ্যোতি অর্হনিশ ছড়িয়ে পড়–ক সর্বত্র। “জগতের সকল সম্প্রদায়ের মানুষ সুখী হউক।” সকলকে আবারো “প্রবারণা পূর্ণিমা”র অজশ্র শুভেচ্ছা ও অভিবাদন”।

লেখক : এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা এবং সদস্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।