যুগান্তর : অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত হয়েছেন মুমিনুল হক সৌরভ। খবর যমুনা টিভির।
বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়। তবে সেখানে ছিলেন না মুমিনুল হক।
তবে পরে তার নাম অন্তর্ভূক্ত করা হয়।
মুমিনুল হক প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। দলের বিপর্যয়ে হাল ধরে ৭৭ রান করেন। যদিও দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারেননি এই বামহাতি ব্যাটসম্যান। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন তিনি।
তবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বল হাতে ছিলেন উজ্জ্বল। ৩ উইকেট শিকার করেছিলেন মুমিনুল।
বাংলাদেশের ব্রাডম্যান খ্যাত মুমিনুল টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।