নুরুল কবির,বান্দরবান :

বান্দরবানে দীর্ঘ ১৪ বছর পর অবশেষে বৃহওর শ্রমিক সংগঠন শৈলশোভা পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামীকাল রোববার। প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বান্দরবানের সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে। বাকি নয়টি পদে নির্ধারিত সময়ে রোববার সকাল ৮টায় বান্দরবানের হাফেজঘোনাস্থ সাইক্লোন সেন্টারে ভোট গ্রহণ অনুষ্টিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ ঝন্টু।

শ্রমিক সংগঠনের নেতারা জানায়, নির্বাচনী তফসিল অনুযায়ী মোট ৯টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার সংখ্যা হচ্ছে ৬শ ৪৪ জন।

প্রার্থীরা হচ্ছেন- কার্যকরী সভাপতি পদে লড়ছেন অমল দাশ, খায়রুল বশর, সহ-সভাপতি পদে সতেন্দ্র মজুমদার, সাজিদুল ইসলাম, ইকবাল হোসেন, সাধারন সম্পাদক পদে নজির আহমদ, মোহাম্মদ ইয়াকুব, যুগ্ন সাধারন সম্পাদক পদে খোরশেদ আলম, লিয়াকত আলী, বিপু বড়–য়া, সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুব আলম, মো: আলমগীর, ফরিদুল আলম, সহ সম্পাদক পদে মো: ছালেহ, ফজল কবির, অর্থ সম্পাদক পদে প্রদীপ বড়–য়া, আবু তাহের, দপ্তর সম্পাদক পদে জামাল হোসেন, লোকমান, প্রচার সম্পাদক পদে পলাশ দাশ, আবু ছালেহ, সজল কান্তি দাশ, খলিলুর রহমান।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ ঝন্টু জানান, আগামী রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিরতীহিন ভাবে বিকাল ৪টা পর্যন্ট। ভোটের কারণে আগামী ৮অক্টোবর ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রুমা, থানচি, রোয়াংছড়ি’থানছিসহ সাত উপজেলায় বাস, কোচ, মিনিবাস চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দূ:খিত।