ইসলামের মৌল বিষয়াদি নিয়ে হাসি-তামাশা করা, ঠাট্টা-বিদ্রুপ করা, হেয় করা, উপহাসের উপজীব্য করা হালে একটি ফ্যাশনে পরিণত হয়েছে। শায়েরে ইসলাম বা ইসলামের প্রতিক-চিহ্ন যথা চাঁদ-তারা (ক্রিসেন্ট)-গম্বুজ-ক্যালিগ্রাফি, ইসলামি লেবাস তথা পাজামা-পাঞ্জাবি-টুপি-শেরওয়ানি-বোরকা-নেকাব-হিজাব-চুল-দাড়ি, ইসলামি রসম-রেওয়াজ তথা সালাম-ফাতেহা-মাহফিল-মিলাদ, ইসলামি মনুমেন্ট-স্তম্ভ-মিনার, ইসলামি স্থাপনা যথা মসজিদ-মাদরাসা-খানকাহ্