প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধদের দীর্ঘ তিন মাস ব্যাপী বর্ষাবাস। এই সময়টাতে মূলত বৌদ্ধ ভিক্ষুরা অধিকতরভাবে শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন এবং উপাসক-উপাসিকারা দান, শীল, ভাবনায় রত থাকার সুযোগ পেয়ে থাকেন।