– রহিম আব্দুর রহিম মানব সভ্যতার চলমান প্রক্রিয়াই দু:খ-বেদনা, হাসি-কান্না, উত্থান-পতন, চরাই-উৎরাই। কর্মময় জীবনের মধ্যদিয়েই যে পরিসমাপ্তি ঘটে, তাই মানুষের ব্যক্তি জীবনের পট পরিবর্তন। তেল-মবিল, পানির সমন্বয়ে যন্ত্রের গতি, পাওয়ার; তেমনি মানব সভ্যতার দু:খ-বেদনা, কষ্ট, হাসি-কান্না, আনন্দ-উল্লাসের সমন্বয়েই উদ্দীপনা, অনুপ্রেরণা,